শুক্রবার, ৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

কাশ্মীরে বাসস্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণ নিহত ১

কলকাতা প্রতিনিধি

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান চরম উত্তেজনার মধ্যেই গতকাল জম্মু-কাশ্মীরে গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে ৩০। গতকাল দুপুর ১২টার দিকে জনাকীর্ণ জম্মু বাসস্ট্যান্ডে এই বিস্ফোরণটি ঘটে। আহতদের জম্মু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে হরিদ্বারের বাসিন্দা ১৭ বছর বয়সী মহম্মদ শারিক নামে এক যুবকের মৃত্যু হয়। আরও ১ জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।

রাজ্য পুলিশের আইজি (জম্মু) মণিশ কুমার সিনহা জানান ‘এটি গ্রেনেড বিস্ফোরণ ছিল, প্রায় ১৮ জনের মতো আহত হয়েছে। জানা গেছে, ওই বাসস্ট্যান্ডের টিকিট কাউন্টারের কাছে ওই গ্রেনেডটি নিক্ষেপ করা হয়। বিস্ফোণে স্ট্যান্ডে অপেক্ষমাণ একটি বাস প্রচ  ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই বাসের মধ্যে যাত্রী ছিলেন কি না তা এখনো পরিষ্কার নয়।

সর্বশেষ খবর