সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ইরাক যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

সম্পর্কের নয়া অধ্যায়ের সূচনার ইঙ্গিত

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ইরাক সফরে যাচ্ছেন আজ। তিন দিনের এই সফর দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন মাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, প্রেসিডেন্ট হাসান রুহানির আসন্ন ইরাক সফরের মাধ্যমে তেহরান ও বাগদাদের মধ্যে সম্পর্কের নয়া অধ্যায়ের সূচনা ঘটাবে। শনিবার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জারিফ ইরাকের আল ফুরাত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রুহানি দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালীন প্রথমবারের মতো ইরাক সফরে যাচ্ছেন। আমরা এ সফরকে ইরাকের সঙ্গে আন্তরিক এবং উষ্ণ সম্পর্ক তৈরির নতুন সূচনা হিসেবে বিবেচনা করছি।” জারিফ প্রেসিডেন্ট রুহানির ইরাক সফরের সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি এ সহযোগিতাকে ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, যোগাযোগ, তেল, যৌথ শিল্পকারখানা প্রতিষ্ঠা এবং আরবান্দ নদীর খনন কাজে এ নতুন সহযোগিতা গড়ে তোলা হবে। পররাষ্ট্রমন্ত্রী জারিফ ইরান-ইরাক সম্পর্ককে ‘বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।

জারিফ বলেন, ইরাকে প্রেসিডেন্ট রুহানির সফরের সময় তেহরান প্রতিবেশী দেশগুলোকে বিশেষ বার্তা পাঠাতে চায়। তিনি বলেন, আমরা ইরাকে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বার্তা পাঠাব।

সর্বশেষ খবর