মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯ ০০:০০ টা
কণ্ঠরোধ প্রচেষ্টার প্রতিবাদ

প্রথম পৃষ্ঠা ফাঁকা রেখেই সংবাদপত্র প্রকাশ

স্থানীয় দুইটি দৈনিক পত্রিকার বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ প্রচেষ্টা হিসেবেই দেখছে কাশ্মীরের সাংবাদিকরা। পুলওয়ামার হামলার পর গ্রেটার কাশ্মীর এবং কাশ্মীর রিডারের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়। সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার স্থানীয় ইংরেজি ও উর্দু ভাষার সংবাদমাধ্যমগুলো প্রথম পৃষ্ঠা ফাঁকা রেখেই তাদের পত্রিকা প্রকাশ করেছে। ১৪ ফেব্র“য়ারি জম্মু থেকে কাশ্মীর যাওয়ার পথে সেনাবহরে জঙ্গি হামলায় দুই দিন পর   রাজ্যপাল সত্যপাল মালিকের মৌখিক নির্দেশে আচমকাই রাজ্যের সবচেয়ে জনপ্রিয় দুই ইংরেজি সংবাদপত্র গ্রেটার কাশ্মীর এবং কাশ্মীর রিডারের সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়।

সর্বশেষ খবর