বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

রুপালি পর্দা থেকে রাজনীতির ময়দানে মিমি ও নুসরাত

দীপক দেবনাথ, কলকাতা

রুপালি পর্দা থেকে রাজনীতির ময়দানে মিমি ও নুসরাত

নির্বাচন এলেই প্রার্থী ঘোষণায় প্রতিবারেই চমক রাখেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। তবে এই চমকের অনেকটা জুড়েই থাকে রুপালি জগতের তারকারা। মমতার হাত ধরে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে মুনমুন সেন গেছেন সংসদে। এই সময়ের টলিউড হার্টথ্রব দেব অভিনয় ছেড়ে পুরো দস্তুর রাজনীতিক। গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে  রাজনীতির সঙ্গে যুক্ত নয় এমন ১০ জনকে প্রার্থী করেন মমতা। এবারেও তার ব্যতিক্রম হলো না। ক্রীড়াজগৎ, সংস্কৃতিজগৎ, শিক্ষাজগৎ থেকে একাধিক ব্যক্তিকে প্রার্থী করেছেন তিনি। আসানসোলে প্রার্থী হয়েছেন অভিনেত্রী মুনমুন সেন, টালিগঞ্জের অভিনেতা দেব (দীপক অধিকারী)-কে প্রার্থী করা হয়েছে ঘাটাল কেন্দ্র থেকে, বালুরঘাট থেকে প্রার্থী হচ্ছেন বিশিষ্ট নাট্যপরিচালক অর্পিতা ঘোষ, বীরভূম থেকে অভিনেত্রী শতাব্দী রায়কে।  তবে সব থেকে বড় চমক অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানকে প্রার্থী করা। যাদবপুর থেকে মিমি চক্রবর্তী এবং বসিরহাট কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী নুসরাত জাহানকে।

সর্বশেষ খবর