শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা
মাসুদ আজহারকে নিয়ে ভেটো

চীনের সিদ্ধান্তে হতাশ ভারত

চীনের সিদ্ধান্তে  হতাশ ভারত

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়ে ৪০ আধা-সামরিক সেনাকে হত্যার জন্য দায়ী করা জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধানকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার জাতিসংঘের প্রস্তাব চীনের কারণে পাস না হওয়ায় হতাশ ভারত। জাতিসংঘের এ প্রস্তাব পরীক্ষা করে দেখার জন্য চীন আরও সময় চেয়েছে। তবে এর আগেও চীন জইশ-ই-মোহাম্মদের বিরুদ্ধে আনা একই রকম প্রস্তাব পাসে বাধা দিয়েছে। মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করা গেলে তার উপর বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা যেত এবং তার সম্পদও বাজেয়াপ্ত করা যেত। কাশ্মীরে গত ১৪ ফেব্রুয়ারি ভারতীয় সেনা বহরে হামলা চালায় আজহারের জইশ-ই-মোহাম্মদ।

সর্বশেষ খবর