সোমবার, ১৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মেক্সিকোতে মাদকবিরোধী সাংবাদিককে হত্যা

মাদক ও অপরাধ চক্র বিষয়ে মেক্সিকোর এক অনুসন্ধানী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। মার্কিন সীমান্তবর্তী সোনোরা রাজ্যে নিজ বাড়িতে সান্তিয়াগো বারাসো (৪৭) নামের ওই সাংবাদিককে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়। নিজের কাজের জন্যই বারাসোকে হত্যার শিকার হতে হয়েছে কিনা তা এখনো পরিষ্কার না হলেও চলতি বছর মেক্সিকোতে চতুর্থ সাংবাদিক হিসেবে খুন হলেন তিনি। সাংবাদিক সুরক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারর্স এর তথ্য অনুযায়ী সিরিয়ার পরই সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ মেক্সিকো। ২০০০ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে খুন হয়েছেন একশোরও বেশি সাংবাদিক।

আরেক সাংবাদিক গ্রুপ আর্টিকেল ১৯-এর তথ্য অনুযায়ী বিগত ছয় বছরে এনরিক পেনা নিয়েতার প্রেসিডেন্টের আমলেই খুন হয়েছেন ৪৭ জন সাংবাদিক।

সর্বশেষ খবর