সোমবার, ১৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ৫০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জন মারা গেছেন ও আরও ২১ জন মারাত্মক আহত হয়েছেন। আকস্মিক বন্যার ঘটনায় প্রদেশটির প্রধান বিমানবন্দরে একটি ছোট বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এক বিবৃতিতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো জানিয়েছেন, শনিবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটবর্তী সেন্টানি শহরে আকস্মিক বন্যা দেখা দেয়। উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি। বন্যায় অন্তত অনেক বাড়িঘর, দুটি সেতু ও ওই অঞ্চলের প্রধান বিমানবন্দরে পার্ক করে রাখা একটি ছোট বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেন্টানি শহরটির চারপাশের পর্বত বনাঞ্চলশূন্য করে ফেলায় আকস্মিক বন্যার ঝুঁকির বিষয়ে স্থানীয় সরকারকে দুর্যোগ কর্তৃপক্ষগুলো সতর্ক করেছিল বলে জানিয়েছেন তিনি। নুগরোহো বলেছেন, ‘এখন পানি কমেছে, কিন্তু বন্যার তোড়ে ভেসে আসা কাদা, কাঠের গুঁড়ি ও অন্যান্য জিনিস সরাতে সময় লাগছে।’ তিনি জানান, বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১২০ জনেরও বেশি স্থানীয় বাসিন্দা সরকারি দফতরগুলোতে আশ্রয় নিয়েছে।

সর্বশেষ খবর