বুধবার, ২০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বিশ্বজুড়ে নির্বিচার যত হত্যা

বিশ্বজুড়ে নির্বিচার যত হত্যা

নিউজিল্যান্ডে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানায় দেশটির সর্বস্তরের মানুষ -এএফপি

মাঝে মাঝেই বিশ্বের নানা স্থানে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে মানুষ। যা নাড়া দিচ্ছে গোটা বিশ্বের মানুষকে। একজন বা একাধিক দুর্বৃত্ত হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর সবশেষ তা ঘটেছে নিউজিল্যান্ডে। ২০০৭ সাল থেকে এমন ঘটনা ক্রমশ বাড়ছে।

১২ বছরে ৩০ হামলা : এক প্রতিবেদনে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত নির্বিচার গুলিবর্ষণের ৩০টি বড় ঘটনা উল্লেখ করেছে রয়টার্স।

সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে : সবচেয়ে বেশি বন্দুক হামলার ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রে। স্কুল, রেস্টুরেন্ট, চার্চও। গত ১২ বছরে দেশটিতে ১৮টি বন্দুক হামলায় নিহত হয়েছেন মোট ৩৪৩ জন।

যুক্তরাষ্ট্রে শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা : যুক্তরাষ্ট্রের বন্দুকধারীদের হামলার অন্যতম লক্ষ্য শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে ২০০৭ সালে ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতেই বন্দুকধারী সবচেয়ে বেশি ৩২ জনকে হত্যা করে।

নাইটক্লাব থেকে সংগীত উৎসব : ১ অক্টোবর, ২০১৭। লাস ভেগাসে চলছিল সংগীত উৎসব। ৬৪ বছর বয়সী এক বন্দুকধারী পাশের হোটেলের ৩২ তলা থেকে শুরু করেন গুলিবর্ষণ। ৫৮ জনের প্রাণ নিয়ে আত্মঘাতী হন এই প্রবীণ।

বাদ যায়নি চার্চও : ২০১৭ সালের ৫ নভেম্বর রবিবারের প্রার্থনা চলছিল তখন। বন্দুকধারী সে সময় টেক্সাসের ফাস্ট ব্যাপটিস্ট চার্চে হামলা চালায়। এতে ২৬ জন প্রাণ হারান। পরে আত্মঘাতী হন বন্দুকধারী।

রক্তাক্ত ফ্রান্স : ১২৯ জনের মৃত্যু হয় ফ্রান্সে ২০১৫ সালের ১৪ নভেম্বর। একাধিক হামলাকারী গোটা প্যারিসজুড়ে সংঘবদ্ধ আক্রমণ চালায়। তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এর দায় স্বীকার করে।

পাকিস্তানে বিদ্যালয়ে হামলা : ২০১৪ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে এক বিদ্যালয়ে হামলা চালায় তালেবান জঙ্গিরা। সেই হত্যাযজ্ঞে প্রাণ যায় ১৬১ জনের। যার বেশিরভাগই শিশু ও কিশোর।

কেনিয়ার শপিং মলে হামলা : নাইরোবির একটি শপিং মলে ৬৭ জনকে হত্যা করে বন্দুকধারী।

নরওয়ের ইয়ুথ ক্যাম্পে হামলা : নরওয়েতে ২০১১ সালের ২২ জুলাই ক্ষমতাসীন দল লেবার পার্টির ইয়ুথ সামার ক্যাম্পের নির্বিচারে গুলি চালায় পুলিশের পোশাক পরা এক ব্যক্তি। তাতে মারা যান ৬৯ জন।

নিউজিল্যান্ডে মসজিদে হামলা : জুমার নামাজ আদায়ের সময়ে দুটি মসজিদের মুসল্লিদের ওপর গুলিবর্ষণে নিহত হন ৫০ জন, আহত ৪০ জন। গত শুক্রবারের এই ঘটনা নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বড় হত্যাকাণ্ড। ডয়েচে ভেলে।

সর্বশেষ খবর