শুক্রবার, ২২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

কুখ্যাত সার্ব নেতা রাদোভানের যাবজ্জীবন

কুখ্যাত সার্ব নেতা রাদোভানের যাবজ্জীবন

২০ বছর আগে সাবেক যুগোস্লাভিয়ার জাতিগত যুদ্ধে স্রেব্রেনিকাতে গণহত্যা চালায় সার্বরা। তাতে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়। আর এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন কুখ্যাত সার্ব নেতা রাদোভান কারাদজিচ। সেই হত্যাযজ্ঞের জন্য শেষ পর্যন্ত আজীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত। রাদোভানের এখন বয়স ৭৩ বছর। বুধবার দ্য নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে ওই রায় দেওয়া হয়। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে। রাদোভান ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বসনিয়া ও হার্জেগোভিনা সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের পার্লামেন্ট স্পিকার ছিলেন। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিভক্ত সার্বিয়ার বসনিয়া ও হার্জেগোভিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত ২০১৬ সালে রাদোভান কারাদজিচকে ৪০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিল।

সর্বশেষ খবর