শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ব্রিটেন আরও সময় পেল

ব্রেক্সিট চুক্তি

লন্ডনের তিন বছরের সিদ্ধান্তহীনতার পর বৃহস্পতিবার যুক্তরাজ্যের সামনে বেশ কয়েকটি পথ খুলে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। সিদ্ধান্ত নেওয়ার জন্য কয়েক সপ্তাহ সময়ও দিয়েছেন। বৃহস্পতিবার একাধিক বৈঠকের পর ইউরোপীয় কাউন্সিল দুটি উপায় বেঁধে দিয়েছে। একটি হলো, আইনপ্রণেতারা যদি তেরেসার ব্রেক্সিট প্রস্তাব অনুমোদন করেন, তবে সে প্রস্তাব নিয়ে আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা হবে। যুক্তরাজ্য তখন ২২ মে পর্যন্ত ব্রেক্সিট বিলম্বিত করার জন্য ইইউকে প্রস্তাব দেবে। আর প্রস্তাবটি যদি অনুমোদন না পায় তবে সংক্ষিপ্ত সময়ের জন্য (১২ এপ্রিল পর্যন্ত) ব্রেক্সিট বিলম্বিত করাকে সমর্থন দেবে ইইউ। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ মন্তব্য করেছেন, ‘ব্রিটিশ রাজনীতিকদেরই এখন একটি স্পষ্ট উত্তর তৈরি করতে হবে, আগামী ২৩ থেকে ২৬ মে ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন।’ এর আগেই সিদ্ধান্ত নিতে হবে বলে জোর দেন ম্যাক্রোঁ। এদিকে, ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যে, অন্তত একটি পরিষ্কার ‘ডেডলাইন’ তৈরি করা গেছে। তিনি বলেন, ‘আমি খুবই সন্তুষ্ট যে, এখনো অনেকগুলো অপশন আছে।’ এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর