শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

গোলান ইসরায়েলকে দিতে চান ট্রাম্প

কয়েক দশক ধরে চলে আসা নীতি বদলে গোলান মালভূমিতে ইসরায়েলের দখলদারিত্বকে স্বীকৃতি দিতে চলেছে যুক্তরাষ্ট্র। ১৯৬৭ সালের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে এ মালভূমিটির বেশিরভাগ অংশই দখলে নেয় তেল আবিব। চার বছর পর সিরিয়া তা পুনর্দখলের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। গত পরশু এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আঞ্চলিক স্থিতিশীলতা ও ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা ও কৌশলগত কারণে উপত্যকাটি বেশ গুরুত্বপূর্ণ।’ ট্রাম্পের এ অবস্থানের নিন্দা জানিয়েছে দামেস্ক। তবে ট্রাম্পের এই পক্ষপাতের কড়া সমালোচনা করেছে, ইরান, রাশিয়া, তুরস্ক।

 

সর্বশেষ খবর