ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জঙ্গিবিরোধী জোটের সেনাদের ঘাঁটিগুলোতে রকেট হামলা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এই রকেট হামলা চালানো হয়। ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদ ঘাঁটির কাছাকাছি চারটি রকেট আঘাত হেনেছে বলে জানিয়েছেন এক ইরাকি নিরাপত্তা সূত্র। অন্য এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, একটি ড্রোন ও তিনটি রকেট ঘাঁটির সীমানার কাছে আঘাত করেছে।
একজন মার্কিন কর্মকর্তা জানান, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বস্তুগুলো ঘাঁটির বাইরে পড়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি বা আহতের ঘটনা ঘটেনি। সব সূত্র নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। কারণ তারা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য অনুমোদিত নন। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এজোর প্রদেশের কনোকো গ্যাস ক্ষেত্রের কাছে অবস্থিত জোটের ঘাঁটির কাছে অন্তত একটি রকেট পড়েছে। রকেটটি ইরান সমর্থিত মিলিশিয়াদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণকারী সংস্থা। অবশ্য কোনো পক্ষই এ হামলার দায় স্বীকার করেনি।