ইংল্যান্ডের সাউথপোর্ট শহরে ছুরি হামলা চালিয়ে তিন শিশুকে হত্যার পর থেকে ব্রিটেনের বিভিন্ন শহরে ১৩ বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে এসব সহিংস বিশৃঙ্খলার ঘটনার পুলিশ আহত হওয়ার পাশাপাশি বিভিন্ন সম্পত্তির ক্ষয়ক্ষতি করা হয়েছে।
সাউথপোর্টে শিশুদের নাচের ক্লাসে ছুরি হামলার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন একজন ‘উগ্র ইসলামপন্থি অভিবাসী’, অনলাইনে দ্রুত এমন গুজব ছড়িয়ে পড়ার পর ব্রিটেনের বিভিন্ন শহর ও নগরে শত শত অভিবাসনবিরোধী বিক্ষোভকারী দাঙ্গায় জড়িয়ে পড়ে। রয়টার্স জানায়, বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে, এতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ছুরি হামলার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন ১৭ বছর বয়সি কিশোর অ্যাক্সেল রুডাকুবানার জন্ম ব্রিটেনে। কিন্তু তারপরও অভিবাসনবিরোধী ও মুসলিমবিরোধী বিক্ষোভকারীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভ এখন সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটে রূপ নিয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন অংশে অবস্থিত চারটি শহর লিভারপুল, ব্রিস্টল, হাল ও বেলফাস্টে সহিংস বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। অভিবাসনবিরোধী বিক্ষোভকারীরা বর্ণবাদবিরোধী গোষ্ঠীর মুখোমুখি হওয়ায় বিশৃঙ্খল মারামারি এবং ইট ও বোতল ছোড়াছুড়ি হয়।