মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ইসরায়েলকে আরও ৩৫০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গাজায় ইসরায়েলি যুদ্ধ চলাকালীন, কয়েক মাস আগেই এ অর্থ বরাদ্দ করে মার্কিন কংগ্রেস। সম্প্রতি ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বাড়তে থাকায় এ অর্থ ছাড় দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা। খবর সিএনএনের।
পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার রাতেই আইন প্রণেতাদের জানিয়ে দিয়েছে যে, ইসরায়েলকে বিলিয়ন ডলারের বৈদেশিক সামরিক অর্থ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।