ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় আগুন ছড়িয়ে পড়েছে। গতকাল ভোরেও সেখানে আগুন দেখা গেছে। ওই অঞ্চলের গভর্নর আন্দ্রেই বোচারভ বলেছেন, মারিনোভকা এলাকায় ড্রোন হামলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনাও আগুনে পুড়ে গেছে।
আঞ্চলিক প্রশাসনের সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আন্দ্রেই বোচারভ আরও লিখেছেন, তবে ইউক্রেনের বেশির ভাগ ড্রোন প্রতিহত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।
এ ছাড়া ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা শুরু করে। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য আগুনের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে জানিয়েছে, ইউক্রেন রাতভর ২৮টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে ১৩টি ড্রোনকে ভলগোগ্রাদ অঞ্চলে ধ্বংস করা হয়েছে। রোস্তভ অঞ্চলে সাতটি, বেলগোরদ অঞ্চলে চারটি, ভোরোনেজ অঞ্চলে দুটি এবং ব্রায়ানস্ক ও কুরস্ক অঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়।