ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস। তিনি বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে। তবে তার এ বক্তব্যের জেরে দেশটির একটি মুসলিম সংগঠন কমলার প্রতি দেওয়া সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।
বৃহস্পতিবার ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলন বা ডিএনসির চতুর্থ ও শেষ দিনে কমলা হ্যারিস সাংবাদিকদের বলেন, আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই। আমি সব সময় ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকারের প্রতি সমর্থন দিয়ে যাব এবং আমি সব সময় বিষয়টি নিশ্চিত করব যে, ইসরায়েলের আত্মরক্ষা করার সামর্থ্য আছে। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী এ সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন আখ্যা দিয়ে দাবি করেন, তিনি এবং প্রেসিডেন্ট জো বাইডেন এমনভাবে কাজ করছেন, যাতে চলতি বছরের শেষ নাগাদ সব জিম্মি মুক্তি পায় এবং ইসরায়েলের নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত হয়। এদিকে ডেমোক্র্যাট প্রার্থীর মুখে ইসরায়েলের পক্ষে বক্তব্য শোনার পর ‘মুসলিম উইমেন ফর হ্যারিস’ নামক একটি মুসলিম সংগঠন কমলা হ্যারিসের প্রতি জানানো সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপকভাবে মুসলিম ভোট হারাবেন কমলা হ্যারিস। তার কারণ, এই প্রার্থী গাজা প্রসঙ্গে জো বাইডেনের নীতি অনুসরণ করার ঘোষণা দিয়েছেন।