কলকাতার আরজিকরের ঘটনার রেশ মিটতে না মিটতেই এবার ভারতের আসামে গণধর্ষণের ঘটনা সামনে এলো। সেই ঘটনায় মূল অভিযুক্ত পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে পুকুরে ঝাঁপ। আর তাতেই মৃত্যু তাফাজুল ইসলামের।
বৃহস্পতিবার আসামের নগাঁও জেলায় ১৪ বছরের এক নাবালিকা তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই তরুণী যখন টিউশনি শেষ করে রাত ৮টা নাগাদ বাড়ি ফিরছিল, তখন ধিং এলাকায় মোটরসাইকেলে এসে তিন যুবক ওই তরুণীর পথ আটকায় এবং তাকে গণধর্ষণ চালানো হয় বলে অভিযোগ। এরপর অচেতন ও আহত অবস্থায় তাকে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন এবং তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার তাফাজুলকে গ্রেপ্তার করে আসাম পুলিশ। এখনো পলাতক অন্য দুই অভিযুক্ত।
শনিবার অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থল (ঢ়ষধপব ড়ভ ড়পপঁৎৎবহপব) পরিদর্শনে।