সাংহাই কো-অপারেশন সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। জানা গেছে, অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে সংস্থাটির অন্তর্গত দেশগুলোর রাষ্ট্রনেতাদের বৈঠক। সেখানে যোগ দিতেই নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারত ছাড়াও বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে চীন, রাশিয়া, উজবেকিস্তানসহ বেশ কয়েকটি দেশের।
অক্টোবর মাসের মাঝামাঝি এ বৈঠক হওয়ার কথা রয়েছে ইসলামাবাদে। অংশগ্রহণকারী প্রত্যেক দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। সেই তালিকায় রয়েছেন মোদিও। তবে ভারতের তরফে প্রধানমন্ত্রী আদৌ পাকিস্তান যাবেন কি না সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। শেষবারের সম্মেলনে যোগ দেননি মোদি। সেবার সম্মেলন হয়েছিল কাজাখস্তানে।