বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভের বিরুদ্ধে ফ্রান্সে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর তৎপরতা চালানোর বিষয়ে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলে জানান ফরাসি কৌঁসুলিরা।
৩৯ বছর বয়সি পাভেল গ্রেপ্তার হয়ে এখন ফ্রান্সে আছেন। তাকে রিমান্ডে নেওয়া হয়নি। তবে বিচার বিভাগীয় তত্ত্বাবধানে রাখা হয়েছে। ৫০ লাখ ইউরো জমা রাখতে হবে তাকে। পাভেল রুশ বংশোদ্ভূত। তবে তার ফ্রান্সের নাগরিকত্ব রয়েছে। এখন তাকে প্রতি সপ্তাহে দুবার ফরাসি পুলিশ স্টেশনে গিয়ে হাজিরা দিতে হবে। তাই তিনি ফ্রান্সের ভূখন্ড ছেড়ে যাওয়ার অনুমতি পাবেন না।