লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণ ঘটেছে। হাতে থাকা ছোট ছোট এই যন্ত্র ফেটে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৩ হাজার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অসংখ্য মানুষ। আরও বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান এ হামলার পেছনে রয়েছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। দুটি সূত্র জানিয়েছে, ইসরায়েল যাতে লোকেশন ট্র্যাক করতে না পারে সেজন্য হিজবুল্লাহর সদস্যরা এ পেজার ব্যবহার করছিলেন। তবে লেবাননের শীর্ষ নিরাপত্তা সূত্র বলেছে, ডিভাইসগুলোকে উৎপাদনের সময়ই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা দ্বারা পরিবর্তন করা হয়েছে।
মোসাদ হিজবুল্লাহ গোষ্ঠীর ৫০০০ পেজারে বিস্ফোরক রেখেছিল বলে দাবি উঠেছে। গত মঙ্গলবার বিস্ফোরণের কয়েক মাস আগে এ বিস্ফোরকগুলো বসানো হয় বলে সূত্র জানিয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্র বলেছে, পেজারগুলো তাইওয়ানভিত্তিক গোল্ড অ্যাপোলো কোম্পানির। এ কোম্পানি থেকে ৫ হাজার পেজার কিনতে আদেশ (ক্রয়াদেশ) দিয়েছিল হিজবুল্লাহ।
লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, পেজারগুলো তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানি থেকে এসেছে। তবে কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা পেজারগুলো তৈরি করেনি। তাদের দাবি, এগুলো বিএসি নামে একটি কোম্পানি তৈরি করেছে। যেটি বুদাপেস্টভিত্তিক। তাদের ব্র্যান্ড ব্যবহারের লাইসেন্স রয়েছে। পেজার কোম্পানিটি আরও জানায়, তারা বিএসি কনসালটিংকে তাদের ব্র্যান্ড ব্যবহার করার অনুমতি দিয়েছে আর তারা ওই ডিভাইসগুলো উৎপাদনের সঙ্গে জড়িত নয়।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। গতকাল হিজবুল্লাহ একটি বিবৃতিতে বলেছে, ‘তাদের প্রতিরোধ চলবে। গাজা ও জনগণের সহায়তার জন্য ওই দিনের ঘটনার জন্য প্রতিরোধ চলবে। এমন গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে।’ লেবাননের একটি শীর্ষ নিরাপত্তা সূত্র পেজারের মডেলের একটি ছবি চিহ্নিত করেছে। সেটি অন্যান্য পেজারের মতোই ওয়ারল্যাস। এগুলো টেক্সট মেসেজ গ্রহণ ও প্রদর্শন করতে পারে। তবে ফোনকল করতে পারে না।
রয়টার্স জানায়, ‘মোসাদ একটি বোর্ড পণ্যে ঢুকিয়েছে যা বিস্ফোরক পদার্থ ধারণ করে এবং একটি কোড গ্রহণ করে। এটি কোনো মাধ্যম দ্বারা শনাক্ত করা খুবই কঠিন। এটি কোনো ডিভাইস বা স্ক্যানার দিয়েও শনাক্ত করা সম্ভব নয়।’ ইসরায়েলি কর্মকর্তারা রয়টার্সের মন্তব্যের অনুরোধে তৎক্ষণাৎ কোনো সাড়া দেননি।