১০ বছর পর ভোটের অধিকার প্রয়োগ করলেন ভারতের জম্মু-কাশ্মীরের মানুষ। রাজ্যটির ৯০টি বিধানসভা আসনের মধ্যে গতকাল প্রথম দফায় ২৪টি আসনে ভোট হয়। সকাল ৭টা থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোট পড়েছে শতকরা ৫৮.১৯ শতাংশ।
রাজ্যের প্রধান নির্বাচনি কর্মকর্তা পি কে পল বিকালে জানিয়েছেন, ‘নির্বাচন এখনো পর্যন্ত শান্তিপূর্ণ। কোনোরকম সহিংসতা ঘটেনি। নির্বাচনে দুই আঞ্চলিক রাজনৈতিক দল সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স ও আরেক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিপল ডেমোক্র্যাটিক পার্টি ছাড়াও দুই জাতীয় রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস নির্বাচনি লড়াইয়ে অংশ নিয়েছে। এ ছাড়াও রয়েছে আওয়ামী ইত্তেহাদ পার্টি, জামাত-ই-ইসলামী, পিপলস কনফারেন্স, আপনি পার্টি, ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ আজাদ পার্টির মতো কয়েকটি ছোট রাজনৈতিক দল। জোট গঠন করে লড়ছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস। উল্লেখ্য, শেষবার ২০১৪ সালে বিধানসভা নির্বাচন হয়েছিল জম্মু-কাশ্মীরে। ওই নির্বাচনে জোট সরকার গঠন করে বিজেপি ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টি। যদিও ২০১৮ সালের ১৮ জুন জোট সরকার থেকে বেরিয়ে আসে মেহবুবা মুফতির নেতৃত্বাধীন পিডিপি। সেই সময় থেকে সেখানে কেন্দ্রীয় শাসন চলছে। এরই মধ্যে ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ প্রত্যাহারের পর রাজ্যের মর্যাদা হারায়। ৯০ আসনের মধ্যে দ্বিতীয় দফায় আগামী ২৫ সেপ্টেম্বর ২৬ আসনে এবং তৃতীয় দফায় ১ অক্টোবর ৪০ আসনে ভোট নেওয়া হবে। ভোট গণনা আগামী ৮ অক্টোবর।