মিয়ানমারের সামরিক বাহিনী বিরোধীদের দমাতে ব্যাপকভাবে গ্রেপ্তার ও হত্যা বাড়িয়েছে এবং নতুন সেনা সংগ্রহ করছে বলে গত মঙ্গলবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। এ পরিবর্তনে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। কিন্তু সামরিক বাহিনী সহিংসভাবে বিক্ষোভ দমন করে। এরপর জান্তাবিরোধী বিক্ষোভ রূপান্তরিত হয়ে বিস্তৃত সশস্ত্র বিদ্রোহে পরিণত হয় এবং একাধিক ফ্রন্টে লড়াই শুরু হয়। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ ফেব্রুয়ারিতে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের উদ্যোগ নেয়।
রয়টার্স জানিয়েছে, মিয়ানমারে তদন্তকারীদের প্রবেশের অনুমতি না দেওয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক কয়েক শ নির্যাতিত ও প্রত্যক্ষদর্শীর ‘আংশিকভাবে দূরবর্তী’ সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ক্ষমতা দখলের পর থেকে সামরিক বাহিনী ৫ হাজার ৩৫০ জন বেসামরিককে হত্যা করেছে।