লেবাননে গত সপ্তাহে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে ভয়াবহ হতাহতের ঘটনার পর নিজেদের সব যোগাযোগের ডিভাইস ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে ইরানের এলিট ফোর্স রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)।
শুধু যোগাযোগ সরঞ্জাম নয়, এর বাইরেও যেসব ডিভাইস রয়েছে তার ওপরও বিশেষ নজর রাখছে ইরানের বিশেষ ওই বাহিনী। ইরানের উচ্চপদস্থ দুই নিরাপত্তা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এতে বলা হয়, এসব ডিভাইসের বেশির ভাগই ইরানে তৈরি হয়েছে অথবা চীন এবং রাশিয়া থেকে আমদানি করা হয়েছে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ইসরায়েলের এজেন্ডা রুখতে কঠোর নিরাপত্তা আরোপ করা হয়েছে। আইআরজিসির মিড ও উচ্চ লেভেলের কর্মকর্তাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরানের পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়। গত মঙ্গলবার ও বুধবার লেবাননজুড়ে সিরিজ হামলা চালানো হয়েছে। পেজার ও ওয়াকিটকি হামলায় দেশটিতে ৩৯ জন নিহত এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করেছে। যদিও তেলআবিব এ ঘটনায় জড়িত থাকার বিষয়ে অস্বীকার বা নিশ্চিত করেনি। ইরানের অভ্যন্তরে ইসরায়েল নিযুক্ত এজেন্ট নিয়ে উদ্বিগ্ন তেহরান। সম্প্রতি ওই ঘটনার পর ইরানের রেভল্যুশনারি গার্ড বিষয়টিকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে নিয়েছে।