জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ করা মার্কিন নেতৃত্বাধীন জোটের এক সামরিক দলের মিশন আগামী বছর ইতি টানা হবে। এ জন্য শুক্রবার ইরাকের সঙ্গে একটি চুক্তির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সে চুক্তি অনুযায়ী, মার্কিন সেনারা দুই দশক ধরে দখল করে রাখা কিছু ইরাকি ঘাঁটি ছেড়ে দেশে ফিরবে। তবে এ চুক্তির বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। ইরাকে বর্তমানে আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছে। তাদের মধ্যে এ চুক্তির আওতায় কতজন ইরাক ছাড়বে তা-ও নিশ্চিত করে জানায়নি পেন্টাগন। পেন্টাগনের উপ-প্রেস সচিব সাবরিনা সিং জানিয়েছেন, ইরাকের মধ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতির পরিবর্তন ঘটতে যাচ্ছে।
কয়েক বছর ধরে, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো মাঝে মধ্যেই হামলা করে আসছে। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর এ হামলার পরিমাণ আরও বেড়েছে। ইরাকের সরকারও মার্কিন সেনা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে।