ডেঙ্গু এবং মশাবাহিত অন্যান্য ভাইরাসজনিত অসুখের বিস্তার রোধ করতে একটি বৈশ্বিক পরিকল্পনা পেশ করেছে জাতিসংঘের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন বিশ্ব স¦াস্থ্য সংস্থার মহাপরিচালক ও শীর্ষ নির্বাহী তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। সংবাদ সম্মেলনে গেব্রিয়েসুস বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমরা বিশ্বজুড়ে ডেঙ্গু এবং আর্বোভাইরাসজনিত (মশা ও অন্যান্য পোকামাকড়ের মাধ্যমে বাহিত ভাইরাস) বিভিন্ন রোগের অত্যন্ত দ্রুত বিস্তার দেখছি, যা একই সঙ্গে বিপজ্জনক ও উদ্বেগজনক। গত কয়েক বছরে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ ডেঙ্গু ও আর্বোভাইরাসজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং এখন এসব রোগে আক্রান্ত-মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন কোটি কোটি মানুষ। বিভিন্ন দেশের সরকার যদি সমন্বিতভাবে কাজ না করে, তাহলে এ ঝুঁকি থেকে মুক্তি সম্ভব নয়। এ মুহূর্তে বিশ্বজুড়ে মশা ও অন্যান্য পোকামাকড় বাহিত রোগগুলোর মধ্যে সবচেয়ে উদ্বেগ জাগিয়ে তুলছে ডেঙ্গু। ডব্লিউএইচও’র রেকর্ড অনুযায়ী, ২০২১ সাল থেকে প্রতি বছরই দ্বিগুণ হারে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার।