পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ইসলামী জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ছয় সেনা সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে একজন লে. কর্নেল রয়েছেন। গতকাল আন্তঃসংযোগ বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দিবাগত রাত থেকে গতকাল সকাল পর্যন্ত উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় ইসলামী জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সেনাবাহিনীর এক লে. কর্নেলসহ সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী জেলাটিতে শুক্রবার গভীর রাতে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলি শৌকতের নেতৃত্বাধীন একটি সেনা দলের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়।