ইরানের বিপ্লবী গার্ড কোরের অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি ঠিক ও সুস্থ আছেন বলে জানিয়েছে ইরান। বলা হয় বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকেই নাকি তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছিল তিনি লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তবে এ ঘটনায় শেষ পর্যন্ত মুখ খুলেছে ইরান। দেশটি জানিয়েছে, তিনি ঠিক আছেন ও নিয়মিত কাজ করছেন। কুদস বাহিনী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের অংশ।