১০ জানুয়ারি, ২০১৬ ০৮:৫৩

বিশ্ব ইজতেমায় বিদেশিসহ ৮ মুসল্লির মুত্যু

অনলাইন ডেস্ক

বিশ্ব ইজতেমায় বিদেশিসহ ৮ মুসল্লির মুত্যু

ফাইল ছবি

বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিদের মধ্যে এখন পর্যন্ত এক বিদেশিসহ ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সর্বশেষ রবিবার ভোর পৌনে ৫টায় বার্ধক্যজনিত কারণে একজন ও শনিবার দিবাগত রাত একটার দিকে শ্বাস কষ্টজনিত কারণে আরও একজনের মৃত্যু হয়।   

ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন জানান, ভোর পৌনে ৫টার দিকে সিরাজগঞ্জের কাজিপুর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার মৃত কাছিম উদ্দিনের ছেলে দলিলুর রহমান (৭৫) বার্ধক্যজনিত কারণে এবং একই জেলার ভেন্নাবাড়ি হরিনারায়ণপুর এলাকার মীর হোসেন আকন্দের ছেলে জয়নাল আবেদীন (৬০) রাত ১টার দিকে শ্বাস কষ্টজনিত কারণে মারা যান।

এর আগে গত শনিবার সকালে ঢাকা থেকে ইজতেমায় আসার সময় পুর্নম সোপান ওরফে সোফা হাজী (৬৭) নামে এক ইন্দোনেশীয় নাগরিক মারা যান।

সোফা হাজী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ইজতেমা ময়দানে এশার নামাজের পর জানাযা শেষে ইজতেমা ময়দানের কবরস্থানেই তাকে দাফন করা হয়।

শনিবার ভোর ৫টার দিকে ইজতেমা ময়দানে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান সিলেটের মুসল্লি আলাউদ্দিন (৭০)। এরপর রাত দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আবুল বাশার (৬০)।

এছাড়া, বৃহস্পতিবার রাতে সিলেটের গোপালগঞ্জ উপজেলার রনকালি এলাকার জয়নাল আবেদীন (৫৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার চকলাপাড় গ্রামের নূরুল ইসলাম (৭২) ও নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের ফরিদ উদ্দিন (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর