১২ মার্চ, ২০১৬ ১৫:০৬

হজের প্রাক-নিবন্ধন ২০ মার্চ শুরু

অনলাইন ডেস্ক

হজের প্রাক-নিবন্ধন ২০ মার্চ শুরু

আগামী ২০ মার্চ থেকে হজের প্রাক-নিবন্ধন শুরু হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

নতুন চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশে থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালনে সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার বাকি ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালন করতে পারবেন। কোটা পূরণ হওয়া পর্যন্ত প্রাক-নিবন্ধন কার্যক্রম চলবে বলে জানা গেছে।

সংশোধিত ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৬’ অনুযায়ী এ বছর প্রথমবারের মতো হজে গমনেচ্ছুদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর নিবন্ধন সম্পন্ন হবে।

বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৬/মাহবুব
 

সর্বশেষ খবর