২৫ মার্চ, ২০১৬ ১৬:৪৫

দ্বিগুণ হলো ওমরাহ এজেন্সির গ্যারান্টি ইস্যু সীমা

অনলাইন ডেস্ক

দ্বিগুণ হলো ওমরাহ এজেন্সির গ্যারান্টি ইস্যু সীমা

ওমরাহ হজ সেবা প্রদানকারী এজেন্সির গ্যারান্টি ইস্যুর সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও এজেন্টের অনুকূলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল মূল্যমানের গ্যারান্টি বা পারফরমেন্স বন্ড ইস্যু করা যায়।  এখন হতে এ বন্ডের মূল্যমান ১ লাখ সৌদি রিয়াল থেকে ২ লাখ সৌদি রিয়ালে উন্নীত করা হলো।

সার্কুলারে বলা হয়, ওমরাহ এজেন্সির পক্ষে  সৌদি আরব সরকারের অনুমোদিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও এজেন্টের অনুকূলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল মূল্যমানের গ্যারান্টি বা পারফরমেন্স বন্ড ইস্যু করা যায়। এখন হতে এ বন্ডের মূল্যমান ১ লাখ সৌদি রিয়াল থেকে ২ লাখ সৌদি রিয়ালে উন্নীত করা হলো।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই অনুমোদিত ওমরাহ্ সেবা প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান এর অনুকূলে এ ব্যাংক গ্যারান্টি ইস্যু করা যায়। অনুমোদিত ডিলার ব্যাংক এ বন্ড ইস্যু করে থাকে।

বিডি-প্রতিদিন/২৫ মার্চ ২০১৬/শরীফ

 

সর্বশেষ খবর