১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০৭

নোয়াখালীর ১০ গ্রামে আজ ঈদ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর ১০ গ্রামে আজ ঈদ

ফাইল ছবি

নোয়াখালী জেলার তিনটি উপজেলার ১০ গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

১০টি গ্রামের কয়েকটি পরিবার আরব বিশ্বের সঙ্গে মিল রেখে এক দিন আগে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে। ঈদকে ঘিরে এলাকাগুলোর কিছু মানুষের মধ্যে  উৎসবের আমেজ দেখা গেছে। আনন্দে শরীক হয়েছেন অন্যরাও।

প্রথমে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউপির বসন্তেরবাগ গ্রামের মুন্সি বাড়ী জামে মসজিদ, জিরতলী ইউপির ফাজিলপুর গ্রামে দায়রা বাড়ী দরজায় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানায়, তারা চট্রগ্রামের সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফ (চাঁদ টুপি)  পীর সাহেবের অনুসারি হয়ে বিগত দু'শো বছর ধরে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে এভাবে আগাম ঈদ পালন করে আসছে।

অগ্রিম ঈদ পালন করার ব্যাপারে প্রচলিত ধারণা হচ্ছে, অবিভক্ত নোয়াখালীর রসিদপুর গ্রামে মাওলানা আবদুল হামিদ ১৯২৫ সালে মত প্রচার করেন- হানাফী, মালেকী, হাম্বলী মাজহাব মতামতের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের সকল দেশে একই দিনে, ঈদুল আযহা, রমজান, শবেবরাত, শবে মেরাজ ও শবেকদর প্রভৃতি পালিত হবে।

অপরদিকে কারও কারও মতে, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কালাকোপ গ্রামের পীর সাহেব মাওলানা আবদুল কাইয়ুমের আদেশ অনুসারে ভক্তরা দীর্ঘদিন ধরে আরব বিশ্বের সময়ানুযায়ী ঈদ পালন করে আসছে।

ঈদকে ঘিরে বেগমগঞ্জ উপজেলার উত্তর বসন্তেরবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বসেছে শিশুকিশোরদের ঈদ মেলা। বিভিন্ন সামগ্রীর পশরা সাজিয়ে বসেছে দোকানীরা।

বিডি প্রতিদিন/এস আহমেদ

সর্বশেষ খবর