১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:১৪

পটুয়াখালীর ২২ গ্রামে আজ ঈদ

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর ২২ গ্রামে আজ ঈদ

সৌদি আরবের সাথে মিল রেখে আজ সোমবার পটুয়াখালীর সদরসহ বিভিন্ন উপজেলার ২২ গ্রামের অন্তত ২০ হাজার মুসলমান পবিত্র ঈদুল আজহা পালন করছেন। সদর উপজেলার বদরপুর গ্রামের প্রায় ৪ হাজার মানুষ আগাম ঈদ উদযাপন করছেন। আজ সোমবার সকাল ১০টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

জানা যায়, সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে ১৯২৮সন থেকে এখানকার গ্রামবাসীদের একটি অংশ একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছে।

পটুয়াখালী সদর উপজেলায় ৫টি, দুমকী উপজেলায় ২টি, মির্জাগঞ্জ উপজেলায় ৩টি, বাউফল উপজেলায় ৩টি, গলাচিপা উপজেলায় ৩টি এবং কলাপাড়া উপজেলায় ৬ গ্রামের প্রায় ২০ হাজার মুসলমান পশু কোরবানি করে আজ ঈদুল আজহা পালন করছে।

স্থানীয়ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও বদরপুর  দরবার শরীফ এবং চানটুপির অনুসারী হিসাবে পরিচিত।

বিডি প্রতিদিন/এস আহমেদ

সর্বশেষ খবর