১ ডিসেম্বর, ২০১৬ ১০:২৩

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ১৩ জানুয়ারি

কাল থেকে ৫ দিনের জোড় ইজতেমা

অনলাইন ডেস্ক

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ১৩ জানুয়ারি

আগামী ১৩ জানুয়ারি শুরু হবে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তার ৪০ দিন আগে আগামীকাল শুক্রবার বাদ ফজর দেশের শীর্ষ মুরুব্বীদের আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হবে ৫ দিনের জোড় ইজতেমা। এ উপলক্ষে ইতোমধ্যে ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ১৩ জানুয়ারি প্রথম পর্বের ইজতেমা শুরু হওয়ার পর মাঝে কয়েকদিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

প্রতিবছর বিশ্ব ইজতেমা শুরুর ৪০ দিন আগে অনুষ্ঠিত হয় এ জোড় ইজতেমা। টানা ৫ দিন পাঁচ ওয়াক্ত নামাজের পর চলবে ইসলামের দাওয়াতী কাজের বয়ান। এরপর ৬ ডিসেম্বর বাদ জোহর মোনাজাতের মধ্য দিয়ে এবারের জোড় ইজতেমার সমাপ্তি হবে।

বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব

সর্বশেষ খবর