১৫ জানুয়ারি, ২০১৭ ১৭:১২

হজের প্রাক নিবন্ধন শুরু

অনলাইন ডেস্ক

হজের প্রাক নিবন্ধন শুরু

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় ২০১৭ সালে যারা হজ করতে আগ্রহী অনলাইনে তাদের প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার বিকেলে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান। এ সময় ধর্ম সচিব আব্দুল জলিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত বছরের ২০ ডিসেম্বর উত্তরার আশকোনায় হজ ক্যাম্পে হজের প্রাক-নিবন্ধনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করে ১৫ জানুয়ারি হজের প্রাক নিবন্ধন শুরুর ঘোষণা দেন ধর্মমন্ত্রী।

বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব

 

সর্বশেষ খবর