২০ জানুয়ারি, ২০১৭ ১৪:৪৯

ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমা আদায়

অনলাইন ডেস্ক

ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমা আদায়

টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার লাখো মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন। এই নামাজে অংশ নেন ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার মুসল্লিরা।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটে শুরু হয়ে জুমার নামাজ শেষ হয় ১টা ৫২ মিনিটে। এতে ইমামতি করেন দিল্লি মারকাজের আমির মাওলানা কান্ধলভী।

শুক্রবার (২০ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫২তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দুপুর গড়াতেই ইজতেমা ময়দান অভিমুখে মুসল্লিদের ঢল নামে। পুরো ইজতেমা ময়দান জনসমুদ্রে পরিণত হয়। বয়স্কদের সঙ্গে সঙ্গে জুমায় যোগ দিতে দেখা যায় শিশুদেরও। ময়দানের মোট ১৭টি প্রবেশ পথ দিয়েই জুমায় যোগ দেন মুসল্লিরা।

ইজতেমা ময়দানকে ঘিরে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। লাখো মুসল্লির নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ১০ হাজার সদস্য কাজ করছেন তুরাগ তীরে।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

সর্বশেষ খবর