৫ এপ্রিল, ২০১৭ ০৮:৪৭

ওমরাহ হজের সময় একমাস বাড়লো

অনলাইন ডেস্ক

ওমরাহ হজের সময় একমাস বাড়লো

ওমরাহ হজ করার সময়সীমা একমাস বৃদ্ধি করেছে সৌদি আরব। রেডিও পাকিস্তানের বরাতে মঙ্গলবার এই সংবাদ দিয়েছে ডন.কম।

মঙ্গলবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

ঘোষণা মোতাবেক নয়া সময়সূচি অনুযায়ী এখন থেকে ওমরার মৌসুম ১৫ রমজানের (১০ জুন) পরিবর্তে শেষ হবে ১৫ শাওয়াল (১০ জুলাই)এ।   

ওমরাহ সংক্রান্ত সেবা প্রদান করে দেশের এমন সব প্রতিষ্ঠানকে এ বিষয়ে নোটিশ পাঠিয়েছে সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয়। 

প্রাতিষ্ঠানিক হিসেব অনুযায়ী, গত বছর ৬.৪ মিলিয়ন মুসলিমকে ওমরাহ করার জন্য ভিসা দেয় সৌদি আরব। যা ২০১৫ সালের চেয়ে সাত ভাগ বেশি। ২০১৫ সালে প্রায় ছয় মিলিয়ন মানুষ ওমরাহ করে। 

বিডি-প্রতিদিন/এস আহমেদ

সর্বশেষ খবর