শিরোনাম
১৭ এপ্রিল, ২০১৭ ১২:৫২

সময় বাড়ানোর দাবীতে হজের নিবন্ধন বন্ধ

অনলাইন ডেস্ক

সময় বাড়ানোর দাবীতে হজের নিবন্ধন বন্ধ

ফাইল ছবি

সময় বাড়ানোর দাবীতে হজের নিবন্ধন সোমবার সকাল থেকে বন্ধ করে দিয়েছে হজ অ্যাজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এ সংস্থার প্রেসিডেন্ট ইব্রাহিম বাহার বলেছেন, আমরা চাই নিবন্ধন প্রক্রিয়ায় সময় আরও বাড়ানো হোক এবং এ প্রক্রিয়ায় যত অনিয়ম আছে তা বন্ধে সরকার পদক্ষেপ গ্রহণ করুক। 

সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে নিবন্ধন কার্যক্রম আজ সোমবার বিকেল ৫টার মধ্যে বাধ্যতামূলকভাবে শেষ করার কথা বলা হয়েছে। গতকাল ধর্ম মন্ত্রণালয় থেকে এমন নির্দেশ দেয়া হয়। 

এবার এক লাখ ১৭ হাজার ৭৫৮ ব্যক্তি হজের জন্য নিবন্ধন করছে বেরসকারি ব্যবস্থাপনায়। এজন্য কাজ করছে এক হাজার ১১৮টি সংস্থা। 

 

বিডি প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৭/ফারজানা

সর্বশেষ খবর