২৫ মে, ২০১৭ ২২:৩৫

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু শনিবার

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু শনিবার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে শনিবার থেকে। সৌদি আরব সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান।
 
বৃহস্পতিবার সৌদি আরবে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদি আরবের সুপ্রিম কোর্ট শনিবার থেকেই রোজা শুরুর ঘোষণা দেয়।

শুক্রবার রাতে সেহরি খাওয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যবাসীরা তাদের রোজা শুরু করবে। সৌদি আরব ছাড়াও কুয়েত, কাতার,সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, জর্ডান, ফিলিস্তিন, তুরস্ক, মিশর, লিবিয়ার মুসলমানরা শুক্রবার রাতে সেহরি খাবেন।
এছাড়াও জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ইউরোপের দেশ ফ্রান্স ও বেলজিয়ামে একই দিন থেকে রমজান শুরু হবে। সাধারণত সৌদি আরবের পরদিন থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হয়।

সর্বশেষ খবর