২৪ জুলাই, ২০১৭ ২২:২৩

জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি

অনলাইন ডেস্ক

জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি

প্রতীকী ছবি

বাংলাদেশের আকাশে সোমবার ১৪৩৮ হিজরি সনের পবিত্র জিলক্বদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী বুধবার থেকে পবিত্র জিলকদ মাস গণনা শুরু হবে।

সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 
এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্ম-সচিব হাফিজুর রহমান।

সভায় অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, সহকারী ওয়াক্ফ প্রশাসক নাসির-উদ-দৌলা, সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমেদ, ধর্ম সচিবের একান্ত সচিব মোঃ গোলাম মওলা, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান, স্পারসোর পিএসও শাহ মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ১৪৩৮ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, আজ সোমবার বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/২৪ জুলাই ২০১৭/আরাফাত

সর্বশেষ খবর