২ আগস্ট, ২০১৭ ১৫:১০
হজ ফ্লাইট বাতিল নিয়ে বিড়ম্বনা

দু-একদিনে সমাধান না হলে জটিলতা বাড়বে : মেনন

অনলাইন ডেস্ক

দু-একদিনে সমাধান না হলে জটিলতা বাড়বে : মেনন

ফাইল ছবি

ভিসা ও অন্যান্য সমস্যার সমাধান আগামী দু’একদিনের মধ্যে না হলে হজ ফ্লাইটে জটিলতা আরও বাড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বুধবার সচিবালয়ে হজ ফ্লাইট নিয়ে চলমান জটিলতা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিমানমন্ত্রী। 

মন্ত্রী বলেন,এ পর্যন্ত  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি এবং সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের তিনটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। এতে বিমানের ক্যাপাসিটি লস হয়েছে পাঁচ হাজার ৩৮০ জন এবং সৌদি এরাবিয়ানের লস হয়েছে এক হাজার ২০০ জন।

মন্ত্রী বলেন, বিমানের ক্ষেত্রে পরিকল্পনার সময় লস হতে পারে তা মাথায় রেখে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করে রেখেছে। কিন্তু আজ-কালের মধ্যে বিষয়গুলো সমাধান না হয়, তখন এটা একটা সমস্যা দাঁড়িয়ে যাবে।

প্রত্যাশিত হজযাত্রী সৌদিতে যেতে পারেনি জানিয়ে বিমানমন্ত্রী বলেন, ‘যেখানে ভিসা হয়েছে ৪৬ হাজার ৭৯২ জন, সেখানে হাজি গেছেন ২৯ হাজার ৮৩৯ জন। ১৭ হাজার হাজি যাদের যাওয়ার কথা ছিল তারা যেতে পারেননি। 

তিনি বলেন, এখন জেদ্দায় আমাদের অবশিষ্ট যে হাজি পরিবহন করতে হবে তার সংখ্যা প্রায় ৪৭ হাজার ৭৬১ জন। বিমান ও সৌদি এয়ারলাইন্স মিলে এই পরিবহন করতে হয়। আমার চাই নির্বিঘ্নে এ পরিবহন সম্পন্ন হোক।’


বিডি-প্রতিদিন/০২ আগস্ট, ২০১৭/মাহবুব

সর্বশেষ খবর