৩ আগস্ট, ২০১৭ ১৩:৪৪

দায়ী কাউকে ক্ষমা করা হবে না : ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক

দায়ী কাউকে ক্ষমা করা হবে না : ধর্মমন্ত্রী

ফাইল ছবি

ভিসাসংক্রান্ত জটিলতায় হজ যাত্রা নিয়ে সৃষ্ট জটিলতার জন্য হজ এজেন্সিগুলোকে দায়ী করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। তিনি বলেন, ‘দায়ী কাউকে ক্ষমা করা হবে না।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

একই সঙ্গে হজযাত্রীদের ভিসা নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, তা দ্রুতই সমাধান হওয়ার কথা জানিয়ে ধর্মমন্ত্রী মতিউর রহমান আশ্বস্ত করেছেন, এবছর নিবন্ধিত সবাই হজ করতে পারবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, দায়ী এজেন্সীগুলোর লাইসেন্স বাতিল, জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিসা ও অন্যান্য সমস্যার কারণে হজযাত্রী-সংকটে গতকাল বুধবার দুপুর পর্যন্ত ১৫টি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনস। এদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছিলেন, আগামী দু’একদিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে হজ ফ্লাইটে জটিলতা আরও বাড়বে।

মন্ত্রী বলেন, বিমানের ক্ষেত্রে পরিকল্পনার সময় লস হতে পারে তা মাথায় রেখে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করে রেখেছে। কিন্তু আজ-কালের মধ্যে বিষয়গুলো সমাধান না হয়, তখন এটা একটা সমস্যা দাঁড়িয়ে যাবে।

বিডি-প্রতিদিন/০৩ আগস্ট, ২০১৭/মাহবুব

 

সর্বশেষ খবর