৩১ আগস্ট, ২০১৭ ১২:৫৫

হজের নতুন খতিব ড. সাআদ বিন আন নসর

অনলাইন ডেস্ক

হজের নতুন খতিব ড. সাআদ বিন আন নসর

আরাফাত ময়দানের মসজিদে নামিরা থেকে হজের খুতবার জন্য নতুন খতিব নির্বাচন করা হয়েছে।  তিনি হলেন সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের রাজকীয় উপদেষ্টা শায়খ ড. সাআদ বিন আন নসর আশ শাসরি।তিনি রিয়াদের কুল্লিয়াতুশ শরিয়াহ থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছেন।উসূলে ফিকাহ, ফিকাহ ও আকিদাসহ বিভিন্ন বিষয়ে তার প্রায় ৬৭টি গ্রন্থ রয়েছে।
 
দীর্ঘ প্রায় ৩৫ বছর হজের খুতবা দিয়ে আসছিলেন শায়খ বিন বায। গতবার তার স্থলে প্রথমবারের মতো খুতবা দেন মসজিদে হারামের অন্যতম ইমাম ড. আবদুর রহমান আস সুদাইস।আরাফাত ময়দানে মসজিদে নামিরায় খুতবা দিয়ে থাকেন হজের খতিব। এই খুতবায় মুসলিম উম্মাহর জন্য থাকে নানা দিক নির্দেশনা।
 

বিডি প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৭/ফারজানা

সর্বশেষ খবর