১৪ জানুয়ারি, ২০১৮ ০৮:৫৭

ইজতেমার আখেরি মোনাজাত সকাল ১১ টায়

অনলাইন ডেস্ক

ইজতেমার আখেরি মোনাজাত সকাল ১১ টায়

ফাইল ছবি

টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে আজ। আজ বেলা ১১টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাতে অংশ নিতে এরই মধ্যে লাখো মুসল্লি জমায়েত হেয়ছেন তুরাগতীরে। ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস, কনকনে শীত সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে বয়ান, জিকির-আসকার, ইবাদত-বন্দেগি। 

আখেরি মোনাজাত পরিচালনা করবেন, কাকরাইল মসজিদের ইমাম তাবলিগের শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের হাসান। এ উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।

এদিকে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ায়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প পথে যানবাহন চলতে পারবে।


বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৮/হিমেল

সর্বশেষ খবর