২৫ জানুয়ারি, ২০১৮ ১২:২৪

বরিশালে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

বরিশালে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর তাবলীগ জামায়াতের ভোলা জেলা আমীর মাওলানা তৈয়বুর রহমান আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়। আগামী ৩ দিনে পর্যায়ক্রমে দেশি-বিদেশি ধর্মীয় নেতারা ইজতেমায় গুরুত্বপূর্ণ বয়ান করবেন। 

নগরীর নবগ্রাম রোড সংলগ্ন সরদারপাড়া এলাকায় ১৪ একর জমিতে এবারের জেলা ইজতেমার আয়োজন করা হয়েছে। একই সাথে আড়াই লাখ মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে এখানে। এছাড়া সোয়া লাখ লোকের এক সাথে বয়ান শোনার ব্যবস্থা করা হয়েছে। ৩৬ হাজার মানুষের ঘুমের জায়গা রয়েছে ইজতেমা মাঠে। মুসল্লিদের জন্য ৮০০ টয়লেট, ওজুর জন্য ৫০০ ট্যাপ কল ও ৪টি পুকুরে অস্থায়ী ঘাটলা নির্মাণ এবং ১৪টি টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছে। রাতে আলোর জন্য স্থাপন করা হয়েছে ১৬০০ বৈদ্যুতিক লাইট। 

আগামী ২৭ জানুয়ারি জোহরের নামাজের আগে আখোরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

এদিকে ইজতেমার নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা। 

বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৮/মাহবুব

সর্বশেষ খবর