শিরোনাম
২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০৫:৫৩

চলতি বছর হজের নিবন্ধন করতে পারবেন যারা

অনলাইন ডেস্ক

চলতি বছর হজের নিবন্ধন করতে পারবেন যারা

ফাইল ছবি

সরকারি ব্যবস্থাপনায় ১৬ হাজার ৭৩ এবং বেসরকারি ব্যবস্থাপনায় তিন লাখ ৫২ হাজার ২৯২ নম্বর পর্যন্ত প্রাক-নিবন্ধিত ব্যক্তিরা চলতি বছর হজের নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে যারা নিবন্ধন করতে পারবেন না, তাদের পরবর্তী কার্যক্রম জাতীয় হজ এবং ওমরাহ নীতির অনুচ্ছেদ ৩.১.৯ অনুযায়ী নির্ধারিত হবে।

হজ প্যাকেজ ঘোষণার পর নিবন্ধন শুরু হবে বলে জানা গেছে। আর যারা নিবন্ধন করবেন তারাই হজে যেতে পারবেন। উল্লেখ্য, গত বছর সরকারি ব্যবস্থাপনায় নয় হাজার ২০৩ এবং বেসরকারি ব্যবস্থাপনায় দুই লাখ ২৭ হাজার ৫৬৫ নম্বর পর্যন্ত ব্যক্তিরা নিবন্ধন করে হজে যান।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর‌

সর্বশেষ খবর