১০ জুন, ২০১৮ ১৭:০৮
সাংবাদিকদের মেয়র সাঈদ খোকন

অতিমাত্রায় বৃষ্টিপাত হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে

অনলাইন ডেস্ক

অতিমাত্রায় বৃষ্টিপাত হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে

অতিমাত্রায় বৃষ্টিপাত হলে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। 

রবিবার দুপুরে নগর ভবনে ঈদের জামাত নিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সভায় আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুরো বিষয়টি ইসলামিক ফাউন্ডেশন পরিচালনা করবে উল্লেখ করে মেয়র বলেন, ঈদের জামাতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। থাকবে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা।

সাঈদ খোকন বলেন, আগামী ১৪ জুন (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে চূড়ান্তভাবে জানানো হবে, ঈদের কয়টি জামাত কখন অনুষ্ঠিত হবে। এবার একসঙ্গে ৮৫ হাজার মানুষ জামাতে নামাজ আদায় করতে পারবেন। তাদের নিরাপত্তার দায়িত্ব আগামী ১৪ জুন স্পেশাল ফোর্সের কাছে হস্তান্তর করা হবে।


বিডি-প্রতিদিন/১০ জুন, ২০১৮/মাহবুব

সর্বশেষ খবর