Bangladesh Pratidin

প্রকাশ : ১৫ জুন, ২০১৮ ১৮:৫৪ অনলাইন ভার্সন
চাঁদ দেখা গেছে, কাল ঈদ
অনলাইন ডেস্ক
চাঁদ দেখা গেছে, কাল ঈদ
bd-pratidin

বাংলাদেশের আকাশে আজ সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। 

শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয়, আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল সারাদেশে ঈদ উদযাপিত হবে। 

এর আগে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি বাদ মাগরিব চাঁদ দেখার খবর পর্যালোচনা করতে বৈঠকে বসবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এ বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঈদের দিন তারিখ ঘোষণা করা হয়।


বিডি-প্রতদিন/১৫ জুন, ২০১৮/মাহবুব

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow