Bangladesh Pratidin

প্রকাশ : ১৬ জুন, ২০১৮ ০৩:৩২ অনলাইন ভার্সন
আপডেট : ১৬ জুন, ২০১৮ ০৩:৪৮
ঈদের জামাত কখন, কোথায়?
অনলাইন ডেস্ক
ঈদের জামাত কখন, কোথায়?
ফাইল ছবি
bd-pratidin

চাঁদ দেখা সাপেক্ষে শনিবার সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যময় পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

নামাজে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। এ সময় বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন মিরপুর জামেয়া আরাবিয়ার মুহতামিম শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহিদুয্যামান।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে।

এ সময় ইমামতি করবেন- প্রথম জামাতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন কাসেম, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মুফতি মাওলানা ওয়ালিয়ুর রহমান খান, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা জুবাইর আহাম্মদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ড. মাওলানা মুশতাক আহমাদ।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একমাত্র জামাতটি সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। কারওয়ান বাজারের আম্বর শাহ শাহি মসজিদে ঈদের দুটি জামাত হবে। প্রথমটি সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল ৯টায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত হবে। প্রথম জামাত হবে সকাল ৮টটায়, দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। 

মগবাজার বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনি জামে মসজিদে জামাত হবে সকাল ৮টায়। ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে জামাত হবে সকাল সাড়ে ৭টায়।

কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত যথাক্রমে সকাল সাতটা, পৌনে ৮টা ও সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত হবে। 

১১ নম্বর মিরপুর মসজিদ বায়তুল ফালাহ কমপ্লেক্সে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

দেওয়ানবাগ শরিফের বাবে রহমতে তিনটি ঈদের জামাত হবে। প্রথম জামাতটি সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল সাড়ে ৯টায় ও শেষ জামাতটি সকাল ১০টায় হবে। মাতুয়াইল দরবারে মোজাদ্দেদিয়ায় সকাল সাড়ে ৮টায় ও ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। 

সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরিফে ঈদের জামাত হবে সকাল ৮টায়। পল্লীমা সংসদ মাঠে সকাল পৌনে ৮টায়। মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার জামে মসজিদে ঈদের দুটি জামাত হবে। প্রথমটি সকাল ৮টায়, দ্বিতীয়টি ৯টায়। 

খিলক্ষেত কুর্মিটোলা উচ্চ বিদ্যালয় ও কলেজ ঈদগাহ ময়দানে সকাল আটটা ও সকাল পৌনে ৯টায় দুটি জামাত হবে। মিরপুর ১২ নম্বর সেকশনের হারুন মোল্লাহ্ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে ও লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে সকাল সোয়া ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। 

মোহাম্মদপুরের মসজিদ-এ-তৈয়্যেবিয়ায় সকাল ৮টা ও সকাল নয়টায় দুটি জামাত হবে। মীরবাড়ী আদি জামে (মাদবরবাড়ি) জামে মসজিদ ও যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৭টায়। 

যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী জামে মসজিদে দুটি জামাত হবে। প্রথমটি সাড়ে ৭টায়, দ্বিতীয়টি সাড়ে ৮টায়।

এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদ, মালিবাগের আবুজর গিফারী কলেজ মাঠ, পশ্চিম আগারগাঁও দারুল ইমান জামে মসজিদ, গেন্ডারিয়া ইস্ট অ্যান্ড ক্লাব মাঠে সকাল ৮টায় হবে। 

কলাবাগানের বশিরউদ্দিন রোড জামে মসজিদ, ২/২ দারুস সালাম মিরপুর ফুরফুরা দরবারের মারকাজে ইশাআতে ইসলাম মসজিদ কমপ্লেক্স, বনানী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে।

বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৮/আরাফাত

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow