১৬ জুন, ২০১৮ ০৯:২০

বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত

ফাইল ছবি

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৭টা ও ৮টায় পৃথক জামাত অনুষ্ঠিত হয়।

জামাত দুটিতে পৃথকভাবে ইমামতি করেন যথাক্রমে মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী ও অপর পেশ ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন কাসেম।

নামাজ শেষে মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনায় এবং দেশের সব সমস্যা দূর করতে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। 

নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের অত্যন্ত আনন্দ ও উৎফুল্লের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। 

জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। 

এছাড়া বায়তুল মোকাররমে ঈদের আরও ৩টি জামাত অনুষ্ঠিত হবে। 

এর আগে, শুক্রবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দেশব্যাপী উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। তবে সৌদিআরবের সঙ্গে মিল রেখে বিভিন্ন জেলার কয়েকটি গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হয়।

বিডি প্রতিদিন/ এনায়েত করিম

সর্বশেষ খবর