১৪ জুলাই, ২০১৮ ০৯:৩০

সৌদি গেল প্রথম হজ ফ্লাইট

অনলাইন ডেস্ক

সৌদি গেল প্রথম হজ ফ্লাইট

৪১৯ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে এ বছরের প্রথম হজ ফ্লাইট। 

শনিবার সকাল পৌনে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০১১ ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। বিমানবন্দরে বিদায় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা ছাড়ার কিছু সময় পরই সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট রওনা দিয়েছে। এছাড়া আজও আরও কয়েটি ফ্লাইট হজ যাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালনে সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ পালনে সৌদি আরব যাবেন।

বিডি-প্রতিদিন/১৪ জুলাই, ২০১৮/মাহবুব

 

সর্বশেষ খবর